গুগল গো ইনকগনিটোতে বাংলা

২৫ অক্টোবর, ২০১৯ ২০:০৮  
গুগল গো অ্যাপেও আসছে ইনকগনিটো ফিচার। এতে যুক্ত হচ্ছে বাংলা ভাষাও। ফলে পরিচয় গোপন করেই গুগল সার্চ করতে পারবেন অ্যাপ ব্যবহারকারী। এতে গুগল অ্যাকাউন্ট বা ডিভাইসে ব্যবহারকারীর সার্চ ইতিহাস সংরক্ষিত থাকবে না। বাংলার পাশাপাশি ইংরেজি, হিন্দি, অসমীয়, গুজরাটি, কন্নড়, মালয়ালম, মারাঠি, নেপালি, উড়িয়া, পাঞ্জাবি, তামিল, তেলেগু ও উর্দু ভাষাতেও এই সুবিধা পাওয়া যাবে। গুগল গোর প্রডাক্ট ব্যবস্থাপক রাধা নারায়ণ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, ইনকগনিটো মোডে কোনো সার্চ পেজ যদি আধা ঘণ্টা বন্ধ থাকে, তবে সে পেজের সবকিছু মুছে যাবে। গুগল গো স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। অ্যাপ বন্ধ করলে আগে যাওয়া সব ওয়েবসাইট, পেজ সব মুছে যাবে। সেগুলো সংরক্ষিত থাকবে না। তবে কোনো ফাইল ডাউনলোড করা হলে তা ডিভাইসে থাকবে। গুগল গোতে ফিচারটি চালু করতে সার্চ বারের ডান পাশে ধূসর ইনকগনিটো মোড চাপতে হবে। গুগল সাপোর্ট পেজেও এ বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যাবে।